সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
ঢাকার পর চট্টগ্রাম মোহামেডান, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ এবং আবাহনী ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব। এদিকে, শতদল এবং ফ্রেন্ডস ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ।
সন্ধ্যার পর নগরীর তিনটি ক্লাবে একযোগে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় অস্ত্র, জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।
অভিযানের শঙ্কায় ক্লাবগুলো থেকে জুয়ার সরঞ্জাম আগেই সরিয়ে ফেলা হয় বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন। অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
এদিকে, রাতে শতদল ও ফ্রেন্ডস ক্লাবে অভিযান চালায় পুলিশ। তবে ক্লাব দুটি থেকে বিশেষ কিছু উদ্ধার হয়নি।