সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
পাবনার চাটমোহরে পৌর সদরের খেয়াঘাট এলাকায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে ২ মণ মরা মুরগীর মাংস জব্দ করা হয়েছে। সেইসাথে মুরগীর মাংস ব্যবসায়ী স্বপন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা (ভিএস) ডা. মো. রোকুনুজ্জামান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ দুলাল ও চাটমোহর থানা পুলিশের এএসআই বাবুল আকতার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
পরে তার দেয়া স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় ২ মন বা ৮০ কেজি মরা মুরগীর মাংস। পরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। পরে জরিমানার টাকা দিয়ে মুক্তি পান ব্যবসায়ী স্বপন আলী। জব্দকৃত মাংস নষ্ট করে ফেলা হয়।