এম এ হোসাইন, সিটিজি ভয়েস টিভি:
করোনাভাইরাস পরিস্থিতিতে রমজানে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে হতদরিদ্র, ভিখারী, রিক্সা-ভ্যান চালক, ছিন্নমূল, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-সম্পাদক আবদুল আহাদ।
আগামীতেও এই খাবার বিতরণ অব্যাহত থাকবে জানিয়ে আবদুল আহাদ বলেন, একেবারে ব্যক্তিগত উদ্যোগে গ্রাম,শহরসহ বিভিন্ন জায়গায় অসহায় মানুষদের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করছি। ছিন্নমূল মানুষেরা যাতে একটু ভালোমত ইফতার করতে পারে, এ জন্য এই প্রয়াশ।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে একটি সংকটকাল আমরা পার করছি। বর্তমান সংকটে সবচেয়ে বিপদে পড়েছেন শহরের বিভিন্নস্থানে হতদরিদ্র, ভিখারী, রিক্সা-ভ্যান চালক, ছিন্নমূল, ভাসমান মানুষ ও পথশিশুরা। তাদের বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদেরকে আর্থিকভাবে অথবা রান্নার প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে ভাসমান ও পথশিশুদের পাশে থাকার আহবান জানান তিনি।