সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মটর ষ্টেশন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম সুমনের নেতৃত্বে বিশাল অমর একুশে র্যালী বের করা হয়েছে।
এ সময় উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মহিব্বুল হক, সাবেক ছাত্রনেতা মিছবাহ উদ্দিন রাজিব, ডায়মন্ড প্রবাসী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক বিন সিদ্দিক, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আবদুল মন্নান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
র্যালীটি বটতলী শহর প্রদক্ষিন করে উপজেলাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্থবক অর্পনের মাধ্যমে শেষ হয়।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাঙালি ছাড়া পৃথিবীর কোন জাতিকে ভাষার জন্য রক্ত দিতে হয়নি, মাতৃভাষার জন্য এই আত্মত্যাগের জন্যই বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষায় স্বীকৃতি পেয়েছে, এই স্বীকৃতি আদায় করে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অপরিসীম।